দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুশির খবর শোনাল আবহাওয়া অফিস। আজ, রবিবার ও কাল সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাল।
চলতি বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। জুলাইয়ের অর্ধেক কেটে গেলেও দেখা মিলছিল না ভারী বৃষ্টির।
তবে, আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানায় হাওয়া অফিস। ইতিমধ্যে মেঘলা আকাশে ঢেকেছে শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলি।
ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও।
ওড়িশাতে একটি ঘূর্ণাবর্ত থাকার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস।
কলকাতায় তাপমাত্রাও খানিকটা কমতে পারে।