উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত। যদিও শুক্রবার গত কয়েকদিনের তুলনায় কম বৃষ্টি হয়েছে। তবু আপাতত বৃষ্টি বন্ধ হওয়ার কোনও খবর নেই। সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই মুহূর্তে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবারে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে শুক্রবারও জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে এই একই সময়ে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
শনিবার ও রবিবারের আবহাওয়া আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৩ ও ৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। শনিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।
রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এদিনে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবহাওয়া দফতরের তরফে দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ধস সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাহাড় ও ডুয়ার্সের নদীগুলিতে জলস্ফীতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বিশেষ করে যে নদীগুলিতে জল থাকে না তেমন, সেখানে আচমকা হড়পা বান আসতে পারে।
পাশাপাশি উত্তরবঙ্গের নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের গ্রামীণ এলাকাগুলিতে বজ্রপাত সতর্কতা জারি করা হয়েছে। বাজ পড়ার সময় জমিতে না থাকারপরামর্শ দেওয়া হয়েছে।