উত্তরবঙ্গের নিস্তার নেই। ফের ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রথের আগেই ভাসবে উত্তরবঙ্গ। জারি করা হয়েছে লাল সতর্কতাও। ধসের আশঙ্কা পাহাড়ে।
উত্তরবঙ্গে (North Bengal) ফের অতি বৃষ্টির (Rain) আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ থেকে ৩০ জুনের মধ্যে উত্তরে আছড়ে পড়তে চলেছে প্রবল বর্ষণ।
যার জেরে নদীগুলির জলস্তর বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া (Weather Department) দফতরের তরফে এদিন লাল (Red Alert) ও কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি প্রভাব পড়বে এই বৃষ্টির। এমনটাই বলছে পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপাসগার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবাহিত হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের জেলাগুলির ওপরে। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই কদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার রাত থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও উত্তকর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার লাল সতর্কতা জারি হয়েছে অতিভারী বৃষ্টির আশঙ্কায়। ২৮ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির কথা বলা হয়েছে।
কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওইদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার ফের বৃষ্টি খানিকটা কমতে পারে। তাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর কালিম্পং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। ওই দিন কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিতে দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ে ধসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ এবং তোর্সার মতো নদীতে জলস্ফীতি দেখা দিতে পারে।
বৃষ্টির সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জনবিরল জায়গাগুলিতে বিশেষ সতর্কতা এবং গ্রামীণ এলাকায় বাজ পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।