Advertisement

উত্তরবঙ্গ

মহিলাদের সম্ভ্রম বাঁচাতে শিলিগুড়ির রাস্তায় প্রশিক্ষিত 'বাঘিনী' ছাড়ল পুলিশ

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 11 Dec 2021,
  • Updated 3:31 PM IST
  • 1/10

মহিলাদের সম্ভ্রম বাঁচাবে 'বাঘিনী'। সৌজন্যে শিলিগুড়ি পুলিশ। এবার থেকে রাস্তায় ইভটিজিং হলেও প্রতিবাদে গর্জে উঠবে সেই বাঘিনী। শিলিগুড়ি পুলিশের উদ্যোগে 'বাঘিনী' নামে এক পরিকল্পনার মাধ্যমে ১০০ জন মহিলাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া শুরু হল। শুধু আত্মরক্ষা প্রশিক্ষণ নয় থানা এবং ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হবে মহিলাদের। 

  • 2/10

শহরে মাঝে মধ্যেই মহিলাদের ইফটিজিং ঘটনা নতুন কিছু নয়। এছাড়াও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটে থাকে। তবে এবার এই ধরনের ইফটিজারদের শায়েস্তা করতে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ।

  • 3/10

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে বাঘিনী পরিকল্পনার মাধমে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ। শনিবার থেকে এই ৪ দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়।

  • 4/10

৪ দিনের কোর্সে ১০০ জনকে আপাতত প্রশিক্ষণ দেওয়া হবে। আগামীতে ফের ইচ্ছুকদের এমন প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনগুকিকে চিঠি করা হয়েছে। নির্বাচিত মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে।

  • 5/10

তবে এদিন প্রথমদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রশিক্ষণ শিবিরে সূচনা করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

  • 6/10

জানা গিয়েছে এদিন মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারেট মাঠে প্রশিক্ষণ হয়। এখানে মূলত মহিলাদের আত্মরক্ষার কৌশল, মহিলাদের জন্য আইন সম্পর্কে অবগত করা ও যোগ ব্যায়াম শেখানো হবে।

  • 7/10

এ ছাড়াও বিভিন্ন থানায় ও ট্রাফিক গার্ডে যে কাজ হয় তা সরজমিনে ঘুরিয়ে দেখানো হবে তাঁদের। পাশাপাশি ট্রাফিক আইন এবং সিআরপিসি আইপিসি নিয়ম মহিলাদের সচেতন করা হবে। যে কোনো অভিযোগ থানায় জানাতে হলে কি ধরনের অভিযোগ দায়ের করতে হয় তা নিয়ে সচেতন করা হবে।

  • 8/10

সংবাদমাধমে এদিন পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, শহরে কিংবা বাইরর গেলে যাতে মহিলাদের অসুবিধা না হয় সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও রাস্তায় বের হলে কোনও ঘটনা ঘটলে যাতে আত্মরক্ষায় কী করা উচিত তা অনেকেই জানেন না। সে কারণে তাঁদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

  • 9/10

এ ছাড়াও থানা কোনও অভিযোগ জানালে কী করতে হয়, কী করণীয় সেসব সম্পর্কে ধারণা যাতে থাকে সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মহিলা জেলাশাসক ও মহিলা বায়ুসেনা অফিসারও মহিলাদের সঙ্গে একটি সেমিনার করবে। সেই সেমিনারের ফলে মনোবল আরও বাড়বে বলেই দাবি।

  • 10/10

অন্যদিকে প্রশিক্ষণ নিতে আসা কলেজ পড়ুয়ারা  জানান, পুলিশের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। রাস্তায় বের হলে অনেক সমস্যায় পড়তে হয়। ফলে আত্মরক্ষার কৌশল জানা থাকলে অনেক সুবিধা হবে আমাদের।

Advertisement
Advertisement