Advertisement

উত্তরবঙ্গ

পরিষেবা নিয়ে প্রশ্ন, ভিডিও কনফারেন্স রুম হল শিলিগুড়ি পুরনিগমে

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 30 Jul 2021,
  • Updated 2:47 PM IST
  • 1/9

শিলিগুড়ি পুরনিগমের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে মাঝে মধ্যেই। কখনও বিভিন্ন ওয়ার্ডে আবার কখনও বিভিন্ন বাজার এলাকায় জঞ্জাল অপসারণ হচ্ছে না বলে অভিযোগ উঠছে। 

  • 2/9

এ ছাড়াও কখনও পার্কিং নিয়ে সমস্য়া তৈরি হচ্ছে। অনেক জায়গায় পার্কিংয়ে রসিদ ছাড়াই ফি আদায় করা হচ্ছে। কোথাও আবার পার্কিংয়ের মেয়াদ ছাড়ানোর পরও ফি আদায় হচ্ছে।

  • 3/9

অন্যদিকে শিলিগুড়ি পুর এলাকায় একাধিক জায়গায় সরকারি জায়গা দখল করে সেখানে বাড়ি, ও বাণিজ্যিক দোকান তৈরি করা হয়েছে।

  • 4/9

পুরনিগমের তরফ থেকে অবশ্য নিয়ম মেনে অভিযান চালানো হয়েছে। তবে দলের মধ্যেই তা নিয়ে বিভেদ সৃষ্টি হওয়ায় অভিযান স্থগিত হয়ে গিয়েছে।

  • 5/9

যে সব এলাকায় উচ্ছেদ অভিযান চলেছিল, পরে আর সেদিকে মারাননি পুর প্রশাসকরা। ফলে ফের দু একটি ভেঙে ফেলা দোকান গজিয়ে উঠেছে।

  • 6/9

তারই মাঝে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে চালু হল ভিডিও কনফারেন্স কক্ষ। এখানে পূর্ণাঙ্গ ভিডিও কনফারেন্স করার মতো সম্পূর্ণ পরিকাঠামো থাকছে।

  • 7/9

এদিন পরিকাঠামোর উদ্বোধন করেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, এর আগে ভিডিও কনফারেন্স করতে হলে পরিকাঠামো ভাড়া করে আনতে হতো।

  • 8/9

নিজস্ব সামগ্রী থাকলে ভিডিও কনফারেন্সর ক্ষেত্রে সুবিধা হবে। পুরনিগমের তিন তলায় একটি ঘরে ১০-১২ জনের বসার মতো একটি ভিডিও পরিকাঠামো তৈরি করা হল।

  • 9/9

এতে রাজ্যের যে কোনও এলাকার বা কেন্দ্রীয় কোনও বৈঠক যেমন করা সম্ভব হবে। তেমনই পুরনিগম থেকে এলাকার যে কোনও ওয়ার্ড থেকেই সরাসরি যুক্ত হয়ে কাজের গতি বাড়াতে সাহায্য করবে। কিন্তু পরিষেবা তো ভিডিও কনফারেন্সে চলবে না। সে উত্তর অবশ্য মেলেনি। তবে পুর কর্তৃপক্ষের দাবি, পরিষেবা নিয়ে কোনও অভিযোগ কোথাও নেই।

Advertisement
Advertisement