ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাবে সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়ে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে,ঘূর্ণিঝড় সুন্দরবন ছুঁয়ে গেলেও রাজ্যে বড় কোনও প্রভাবের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে রবিবার বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টি হতে পারে।
উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের বাকি জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি আপাতত হবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া শুকনোই থাকবে এই জেলাগুলিতে।
২৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব ক'টি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং,আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই।
পাহাড়ে যথারীতি আবহাওয়া মনোরম। তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যেই থাকবে দার্জিলিংয়ে। কালিম্পংয়ে ১-২ ডিগ্রি বেশি থাকতে পারে। তবে শীত অনুভব হবে।