Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Sitrang Latest Update Today : উপকূলের আরও কাছে সাইক্লোন সিতরাং, কখন আছড়ে পড়বে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2022,
  • Updated 9:08 PM IST
  • 1/7

বঙ্গোপসাগর দিয়ে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang)। বর্তমানে বাংলাদেশের বড়িশাল থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণে এবং সাগর দ্বীপ থেকে ২৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান ঘূর্ণিঝড়টি। 

  • 2/7

এটি উত্তর-উত্তরপূর্বে অগ্রসর হয়ে মধ্যরাতে বা আগামিকাল (Tuesday) ভোরে তিনকোনা দ্বীপ এবং বরিশালের কাছাকাছি সন্দ্বীপের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

  • 3/7

ইতিমধ্যেই দুর্যোগ থেকে মানুষকে সতর্ক ও সাবধানে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের বাড়ির কালীপুজোর ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী জানান, রাত বারোটা নাগাদ বড়িশালে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। এর ফলে বাংলায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। 

  • 4/7

এক্ষেত্রে মঙ্গলবার ভোরের দিকে আবহাওয়া আরও একটু খারাপ হতে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,'যাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাঁরা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না।' 

  • 5/7

একইসঙ্গে সুন্দরবন-সাগরের মতো যে সব জায়গায় বেশি সমস্যা রয়েছে সেখানে মানুষকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানান। 

আরও পড়ুনদীপাবলিতে চোখ-ত্বক বাঁচিয়ে পোড়ান বাজি, রইল ৭ টিপস

  • 6/7

পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে বলেও জানান মমতা (CM Mamata Banerjee)। 

  • 7/7

রাজ্যবাসীকে নিজের নিজের মতো করে উৎসব উদযাপনের বার্তা দিলেও বেশি ঝড়বৃষ্টিতে বাইরে না বেরোনোরই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement