Weather Update: আগামী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কোনও পার্থক্য নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটা ক্রমশ শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এই নিম্নচাপ নিয়ে এখনও কোনও পূর্বাভাস জারি করে হাওয়া অফিস। এর অভিমুখ কোথায় তা নিয়েও রয়েছে অস্পষ্টতা।
সোমবার দিনভর শহরে ভ্যাপসা গরম ছিল। উত্তর ২৪ পরগনার কিছু অংশে বেলার দিকে বৃষ্টিপাত হয়।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আবহাওয়ার খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই।
অন্যদিকে, গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবারও উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।