আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আর শুধু আজ নয়, আগামী ১৬ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, ১৬ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও।
আরও পড়ুন - জগদ্দলে শিশুকন্যাকে যৌন নির্যাতন, ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি
এর মধ্যে আজ ও আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
১৩ তারিখ ভারী বৃষ্টির সম্বাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ধস নেমেছে প্রতিবেশী রাজ্যে সিকিমের (Sikkim) বেশকিছু জায়গায়। ফলে সমস্যায় পড়তে হয় বহু পর্যটককে।
তবে কিছু পর্যটক অবশ্য শিলিগুড়িতে (Siliguri) ফিরতে পেরেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।