Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : হাঁটুজলে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি দেখলেন মমতা! নিশানায় সেই DVC

Aajtak Bangla
Aajtak Bangla
  • আমতা,
  • 04 Aug 2021,
  • Updated 2:54 PM IST
  • 1/6

আমতায় গিয়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টির জেরে অধিকাংশ এলাকাই জলমগ্ন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। (ছবি ও তথ্য-হিমাদ্রী ঘোষ)

  • 2/6

এদিন বৃষ্টির জলে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্লাবনের জন্য ডিভিসির দিকে আঙুল তোলেন তিনি।

  • 3/6

মমতা বলেন, এটা ডিভিসির জল ছাড়ার জন্য এটা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সেটা জানিয়েছি। ডিভিসি ইচ্ছামতো জল ছাড়ছে। বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয়।

  • 4/6

মমতা বলেন, যখন চাওয়া হয় তখন এক ফোঁটাও জল দেওয়া হয় না। এটা হচ্ছে জল ছাড়ার বন্যা। এটা বর্ষার বন্যা নয়, এটা হচ্ছে জল ছাড়ার বন্যা। শেষ ২ বছর হয়নি। কারণ আমরা পুরো মনিটারিং করেছি। 

  • 5/6

মমতা বলেন, ডিভিসি যতক্ষণ না পর্যন্ত সংস্কার করছে ততদিন আমাদের কারোর সাধ্য নেই এটা রোখার। খানাকুল, গোঘাট, ঘাটাল, আরামবাগ, আমতা বীরভূম ও বর্ধমানের কিছু অংশ ভেসে যাচ্ছে। 
 

  • 6/6

মমতা জানান, এই পরিস্থিতিতে আমি মনে করি কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত। প্রশাসনকে বলব জল যখন বাড়ছে, তখন আগে থেকেই মানুষকে উদ্ধার করতে হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement