Advertisement

পশ্চিমবঙ্গ

Sealdah New Local Train: বনগাঁ AC লোকাল তো আসছেই, শিয়ালদা লাইনে দুটি রুটে নতুন ট্রেনও পুজোর আগেই, টাইম টেবিল রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2025,
  • Updated 10:21 AM IST
  • 1/9

গলদ ঘর্ম হয়ে অফিস যাওয়া বা বাড়ি ফেরার দিন শেষ হচ্ছে। গণপরিবহণে একের পর এক উন্নতিতে কষ্ট করে সফর থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে আম জনতা। 

  • 2/9

যদিও এখনও অনেক পথ যাওয়া বাকি। কারণ, রাস্তায় বাস যে রকম কমে গিয়েছে, তেমনই আবার মেট্রো কিংবা ট্রেনের গোলমালেও ভুগতে হচ্ছে যাত্রীদের। 
 

  • 3/9

এসবের মধ্যেই সুখবরটি হল, পুজোর আগে পূর্ব রেলে আরও দুটি নতুন রুটে AC লোকালের পাশাপাশি দুটি নতুন ট্রেনও চালু হচ্ছে।
 

  • 4/9

আগে AC লোকালের খবরটি জেনে নেওয়া যাক। শিয়ালদা ডিভিশনে দুটি লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ-বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল। এছাড়াও শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে খবর।

  • 5/9

শিয়ালদা-বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে। বনগাঁ থেকে সেই ট্রেন রানাঘাট যাবে। শিয়ালদা থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। 
 

  • 6/9

তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে থাকবে। 
 

  • 7/9

শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে। এরপর বেলঘরিয়া, সোদপুর, খড়দা, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট স্টেশনে থামবে। 
 

  • 8/9

এবার আসা যাক, দুটি নতুন লোকাল ট্রেনের খবরে। প্রথমটি হল, বিধাননগর থেকে কল্যাণী। প্রতিদিন এই ট্রেন বিধাননগরে ১৯:২৮ এ কল্যাণীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। তাতে দমদমের ব্যাপক ভিড় খানিকটা সামাল দেওয়া যাবে বলে মনে করছে রেল।
 

  • 9/9

দ্বিতীয়টি হল, বারাসত থেকে হাসনাবাদ। প্রত্যেকদিন ১২:১৫ মিনিটে ছাড়বে এই ট্রেন। হাসনাবাদ পৌঁছবে ১৩:৩৮ মিনিটে। আবার হাসনাবাদ থেকে ছাড়বে ১৩:৫৫ মিনিটে, বারাসত পৌছবে ১৫:২৫ মিনিটে। এছাড়াও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‌ যাতে দমদমের ভিড় কিছুটা ক্যান্টনমেন্ট স্টেশনে নিয়ে যাওয়া যায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement