Advertisement

কলকাতা

Bullet Train: হাওড়া-দিল্লি বুলেট ট্রেন কবে চলবে, কতক্ষণ লাগবে-কোথায় কোথায় স্টেশন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • Updated 1:28 PM IST
  • 1/10

আহমেদাবাদ-মুম্বাই রুটের পর, দিল্লি-হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়েছে।

  • 2/10

দিল্লি থেকে হাওড়ার দূরত্ব ১৬৬৯ কিলোমিটার। এই ট্রেনে এই দূরত্ব যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৬ ঘণ্টা।
 

  • 3/10

দুটি ধাপে এই বুলেট ট্রেনের কাজ সম্পন্ন করা হবে। যার জন্য খরচ হবে ৫ লক্ষ কোটি টাকা।

  • 4/10

প্রথম ধাপে ৮১৩ কিলোমিটার ট্র্যাক তৈরি করা হবে। এই ট্র্যাকটি দিল্লি এবং বারাণসীর মধ্যে লখনউ হয়ে নির্মিত হবে। অযোধ্যাকেও এর সঙ্গে সংযুক্ত করা হবে।

  • 5/10

২০২৯ সালের মধ্যে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৯ সালে দিল্লি ও বারাণসীর মধ্যে বুলেট ট্রেন চলবে।

  • 6/10

দ্বিতীয় ধাপে বারাণসী থেকে পাটনা হয়ে হাওড়া পর্যন্ত কাজ হবে।

  • 7/10

বারাণসী, বক্সার, আরা, পাটনা এবং নওয়াদা, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং হাওড়ায় স্টেশন তৈরির প্রস্তাব রয়েছে।

  • 8/10

বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

  • 9/10

উল্লেখ্য যে, দেশের প্রথম হাই-স্পিড রেল লাইন মুম্বই এবং আহমেদাবাদের মধ্যে নির্মিত হচ্ছে। এই করিডরটি ৫০৮ কিলোমিটার দীর্ঘ।

  • 10/10

এই করিডোরে, দেশে প্রথমবারের মতো একটি সমুদ্রের নীচে সুড়ঙ্গও তৈরি করা হচ্ছে। লক্ষ্য হল ২০২৬ সালের মধ্যে বিলিমোরা এবং সুরাতের মধ্যে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো।

Advertisement
Advertisement