Advertisement

শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি

এই ঘটনার পরেই বিজেপি-র তরফে শুভেন্দুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিরোধী দলনেতার কনভয়ের পথে ট্রাক আসবে কেন? যদিও বিজেপি-র এই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল।  

নিজস্ব চিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 4:27 PM IST

বড়সড় বিপদ এড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ অর্থাত্‍ শুক্রবার কাঁথি  থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে শুভেন্দুর কনভয়ে ধাক্কা মারল একটি ট্রাক। ধাক্কার অভিঘাতে কনভয়ের একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ট্রাক চালক পলাতক।

আরও পড়ুন: Saradha Scam Sudipta Sen on Suvendu Adhikari : 'শুভেন্দু টাকা নিয়েছে,' বলছেন সুদীপ্ত সেন, VIDEO দেখিয়ে CBI দাবি TMC-র

ঠিক কী ঘটেছে?

দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ট্রাকটি আটক করা হয়েছে। শুভেন্দু অধিকারী অক্ষত রয়েছেন। মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রথের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি-- নিজস্ব চিত্র

তাঁর দেহরক্ষীর গাড়িতে অপরদিক থেকে আসা একটি লরি এসে ধাক্কা মারে ৷  দুর্ঘটনায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মারিশদা থানা সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ ১১৬ বি জাতীয় সড়কে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে কনভয়ের সামনে থাকা গাড়িটি।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'মহারাষ্ট্রের পর...২৪-এ বাংলা সরকারের বিসর্জন,' শুভেন্দুর দাবিতে শোরগোল

এই ঘটনার পরেই বিজেপি-র তরফে শুভেন্দুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিরোধী দলনেতার কনভয়ের পথে ট্রাক আসবে কেন? যদিও বিজেপি-র এই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল।  

প্রসঙ্গত, এর আগে বীরভূমের সিউড়িতে আইন অমান্য কর্মসূচি চলাকালীন পুলিশের ব্যারিকেড বিরোধী দলনেতার পায়ে পড়ে যায়। সেই সময় স্থানীয় একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারীর পায়ের এক্স রেও করা হয়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement