Advertisement

উত্তরবঙ্গ

Orange Festival Kalimpong: ডিসেম্বরে কমলালেবুর উৎসব, অরেঞ্জ ফেস্টিভ্যাল ঘিরে সাজছে পাহাড়

সংগ্রাম সিংহরায়
  • কালিম্পং,
  • 02 Dec 2024,
  • Updated 9:39 PM IST
  • 1/10

পর্যটকদের জন্য দারুণ সুযোগ। দার্জিলিং পাহাড়ে ঘুরতে গেলে মিলবে বাড়তি সুযোগ। কমলালেবুর সিজনে অনুষ্ঠিত হচ্ছে কমলালেবু উৎসব।

  • 2/10

পশ্চিমবঙ্গ রাজ্য উদ্যানপালন বিভাগ আয়োজিত দুই দিনের কমলা উৎসব এবার অনুষ্ঠিত হবে কালিম্পং জেলায়। দার্জিলিং জেলার বাইরে এবারই প্রথম এই উৎসবের আয়োজন। 

  • 3/10

১৪ এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা এই উৎসবটি অরেঞ্জ ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণ।

  • 4/10

দার্জিলিং পাহাড়ের ছোট আকারের কমলাগুলো গুণগত মানের দিক থেকে নাগপুরের বড় কমলার চেয়েও উন্নত। করা হচ্ছে।

  • 5/10

দার্জিলিং পাহাড়ি কমলা খুব মিষ্টি এবং রসালো। শীতকালে এর চাহিদা অত্যন্ত বেশি। তবে, কীটপতঙ্গ এবং রোগের কারণে উৎপাদন কিছুটা কমে গিয়েছে।

  • 6/10

বর্তমানে পাহাড় জুড়ে প্রায় ১২০০ একর জমিতে কমলার চাষ হয়। উৎপাদন বাড়াতে এবং ফলন নষ্ট হওয়া প্রতিরোধে উদ্যানপালন বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

  • 7/10

এই উৎসবের প্রধান লক্ষ্য চাষীদের উৎসাহিত করা এবং উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে অবগত করা। উদ্যোক্তারা জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য চাষীদের সমস্যাগুলো বুঝে তাদের সমাধানের পথ দেখানো।”

  • 8/10

উৎসবে দার্জিলিং পাহাড়ে জন্মানো কমলা এবং স্থানীয়ভাবে তৈরি খাদ্য পণ্য প্রদর্শিত হবে। সকলেই কমলা বাগানে ঘুরে দেখার সুযোগ পাবেন। 

  • 9/10

এই উৎসবটি শুধু স্থানীয় চাষীদের জন্য নয়, বরং পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। 

 

  • 10/10

কমলার চাষের উন্নতিতে এই উৎসব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা। পাশাপাশি পর্যটন তো রয়েইছে।

Advertisement
Advertisement