Advertisement

পশ্চিমবঙ্গ

Bhabanipur Bypoll Result : মমতার জয়ে হুগলির বানভাসী মানুষও নৌকায় চেপে আনন্দে ভাসলেন!

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 03 Oct 2021,
  • Updated 8:51 AM IST
  • 1/10

Bhabanipur Bypoll Result: মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে বানভাসী মানুষরাও আনন্দে ভাসলেন।

  • 2/10

মমতার জয়ের আনন্দে আরামবাগে বন্যার জল প্লাবিত এলাকায় মানুষরাও মাতলেন। এবং নৌকোর ওপর নাচ-গান, আবির খেলার মধ্য দিয়ে স্থানীয় এবং তৃণমূল সমর্থকদের উল্লাস দেখা গেল।

  • 3/10

স্থানীয় তৃণমূল নেতা শেখ শাকিম জানান, এই জয়টা ঐতিহাসিক। এই জয়কে বাংলার মানুষ এবং তৃণমূল সমর্থকরা জীবনে কোনও দিন ভুলতে পারবেন না। তাই বন্যার জলকে উপেক্ষা করে তাঁরা বন্যা প্লাবিত খানাকুলের জলেও মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) ঐতিহাসিক জয় উল্লাসে মেতে আছেন।

  • 4/10

তৃণমূল কর্মীরা জানান, বাংলায় তিনটি উপনির্বাচনে তিনটি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল ভাবে জয়লাভ করেছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ভবানীপুর (Bhabanipur) ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

  • 5/10

এই নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) নিজেরই বিগত রেকর্ডকে ভেঙে বিপুল ভাবে জয় লাভ করলেন। তাঁরা জানান, মহামারী করোনা থেকে শুরু করে বন্যা আমফান- সব সময় ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে পুরো বাংলাতে বিজেপি দূরবীন থেকেও দেখা যাবে না।

  • 6/10

তৃণমূল নেতা শেখ শাকিম জানান, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) সরজমিনে আমাদের আরামবাগের বন্যা প্লাবিত চারটি বিধানসভা এলাকা আরামবাগ, খানাকুল, গোঘাট এবং পুড়শুড়া পরিদর্শন করে গিয়েছিলেন। এবং তাঁদের হালচালের খোঁজ নেন। এবং জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে যথাযথ নির্দেশ দিয়ে যান। তিনি সব সময় আমাদের পাশে আছেন। সেই বার্তা ফের শনিবার তিনি দিয়েছেন।

  • 7/10

তিনি জানান, যে আশা-আকাঙ্ক্ষা রেখে আরামবাগের মানুষ বিজেপিকে চারটি বিধানসভা কেন্দ্র বিগত বিধানসভা নির্বাচনে উপহার দিয়েছিল। কিন্তু এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিজেপির একজন বিধায়কও দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়নি।

  • 8/10

তিনি আরও জানান, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) এখানকার মানুষের কাছে এসেছিলেন। এবং তাঁর একনিষ্ঠ সৈনিক হিসাবে তাঁরা রাতের ঘুম হারিয়ে লোকের সেবায় দিনরাত কাজ করে চলেছেন।

  • 9/10

আরামবাগ-খানাকুলে বন্যা দুর্গতদের স্বার্থে মুখ্যমন্ত্রী পদক্ষেপের জন্য তাঁরা কৃতজ্ঞ।

  • 10/10

বলা যেতে পারে তাই শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানুষে মেতেছেন আনন্দে।

Advertisement
Advertisement