আবারও কি দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি? তৈরি হচ্ছে সংশয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।
একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি নিম্নচাপ বিহারের পশ্চিমভাগে অবস্থান করছে।
এর জেরে আজ সোমবার শহর কলকাতায় (Kolkata) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
এদিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে সরতে সরতে উত্তরবঙ্গের (North Bengal) কাছে পৌঁছবে। ফলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
এর ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি ও ধসের সতর্কতা জারি করা হয়েছ।
তবে মঙ্গলবার থেকে দুই বঙ্গেই বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।