Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আজও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও ভাসাবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2021,
  • Updated 8:36 AM IST
  • 1/8

আবারও কি দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি? তৈরি হচ্ছে সংশয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

  • 2/8

একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি নিম্নচাপ বিহারের পশ্চিমভাগে অবস্থান করছে। 

  • 3/8

এর জেরে আজ সোমবার শহর কলকাতায় (Kolkata) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। 

  • 4/8

এদিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

  • 5/8

ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

  • 6/8

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে সরতে সরতে উত্তরবঙ্গের (North Bengal) কাছে পৌঁছবে। ফলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

  • 7/8

এর ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি ও ধসের সতর্কতা জারি করা হয়েছ। 

  • 8/8

তবে মঙ্গলবার থেকে দুই বঙ্গেই বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।   

Advertisement
Advertisement