বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাজ্যে চালু হবে 'দুয়ারে রেশন' ব্যবস্থা। সেই প্রতিশ্রুতি মতো ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হচ্ছে 'দুয়ারে রেশন' ব্যবস্থা।
রাজ্যজুড়ে আগামী ১৫ সেপ্টেম্বর চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপরতা শুরু করেছে খাদ্য দফতর। দুয়ারে রেশন ‘পাইলট প্রজেক্ট’-এর কর্মসূচি পরিদর্শন করতে রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় রেশন দোকানে যাবেন। ইতিমধ্যে জেলাস্তরে রেশন ডিলারদের নিয়ে বৈঠক করেছে তারা।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশন। আপাতত ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে রাজ্যজুড়ে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হচ্ছে 'দুয়ারে রেশন' ব্যবস্থা। আগামী ডিসেম্বরের মধ্যে ধীরে ধীরে সর্বোত্র এই প্রকল্প চালু করে দিতে চায় খাদ্য দফতর।
এই ‘পাইলট প্রজেক্ট’ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে খাদ্য দফতরের আধিকারিকরা জেলাস্তরের পাশাপাশি ব্লকস্তরেও দফায় দফায় আলোচনা চলাচ্ছেন। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর দিকটি বিবেচনা করা হচ্ছে।
জানা গিয়েছে, উপভোক্তাদের বাড়ি বাড়ি রেশনের সামগ্রি পৌঁছে দিতে ডিলারদের গাড়ি জোগাড় করতে বলা হয়েছে। পরবর্তিতে এই কাজের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে ডিলাররা সরকারি ভর্তুকিও পাবেন।
এছাড়াও উপভোক্তাদের বাড়ি বাড়ি রেশনের সামগ্রি পৌঁছে দিতে ডিলারদের অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। ফলে ডিলারদের খরচ আরও বাড়বে। এই বিষয়টিকে মাথায় রেখে ডিলারদের কমিশন বৃদ্ধির চিন্তা-ভাবনাও করা হচ্ছে।