ভবানীপুর বিধানসভার উপনির্বাচন। এটাই এখন রাজ্য রাজনীতির 'হট টপিক।' কারণ, ৩০ সেপ্টেম্বর এই কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে BJP প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা।
তারপর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। আর সেই আসন বাঁচিয়ে রাখতে গেলে তাঁকে ভবানীপুরে জিততেই হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত নিশ্চিত। বরং BJP-র কাছে প্রেস্টিজ ফাইট হতে চলেছে এই আসন।
কেন? কারণ, দিলীপ ঘোষদের বর্তমান অবস্থা। একুশের ভোটে জেতা বিধায়কদের মধ্যে ইতিমধ্যেই ৪ জন গেরুয়া শিবির ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তালিকায় রয়েছেন মুকুল রায়, বিশ্বজিৎ দাসের মতো নেতা। যা বঙ্গ BJP-কে বেশ চাপে ফেলেছে বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমনিতেই একুশের নির্বাচনের পর জেলায় জেলায় BJP-র কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দিতে শুরু করেছেন। তারপর খোদ বিধায়কদের দলত্যাগ, আরও বিপাকে ফেলেছে গেরুয়া শিবিরকে।
ওয়াকিবহল মহলের মতে, সেই সূত্র ধরেই বলা যায়, ভবানীপুর কার্যত প্রেস্টিজ ফাইট হতে চলেছে বঙ্গ BJP-র কাছে। এই আসনের ফলাফল থেকেই কার্যত পরিষ্কার হয়ে যাবে বঙ্গ BJP-র ভবিষ্যৎ।
এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল বললেন, 'ভবানীপুর BJP-র কাছে প্রেস্টিজ ফাইট এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু, খেয়াল রাখতে হবে গেরুয়া শিবিরের প্রার্থী যেই হন না কেন, তিনি লড়াইটা করছেন কীভাবে, তার উপর। BJP যে লড়াই দেওয়ার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। বিধায়কদের দল ছাড়ছেন একে একে। এই অবস্থায় দিলীপ ঘোষরা নিজেদের প্রমাণ করতে মরিয়া। তাই তাঁদেরও রণকৌশল থাকবে বলেই আমার মনে হয়।'
এখন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে গেরুয়া শিবির। নাম শোনা যাচ্ছে একাধিক। তবে দিলীপ ঘোষরা যে হেভিওয়েট প্রার্থী দেবেন তা কার্যত নিশ্চিত।
তথাগত রায় : শোনা যাচ্ছে বর্ষীয়ান BJP নেতা তথাগত রায়কে প্রার্থী করতে পারে BJP।
দিনেশ ত্রিবেদী : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীও হতে পারেন দীনেশ ত্রিবেদী। ভবানীপুরে অনেক অবাঙালি ভোট রয়েছে। তাই দিনেশকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।
রুদ্রনীল ঘোষ : ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রুদ্রনীল ঘোষ। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সেই রুদ্রনীলকেই ফের প্রার্থী করতে পারে BJP।
এছাড়াও ভারতী ঘোষ ও অরিন্দম গঙ্গোপাধ্যায়ের নামও ঘোরাফেরা করছে। রাজ্য BJP-র একটা সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কাউকে দল প্রার্থী করবেন যিনি টক্কর দিতে পারবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন, ভোটে হারজিত থাকবেই। একুশের ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লা ভারী। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবিরও।