Advertisement

পশ্চিমবঙ্গ

Durga Puja 2021 : করোনার কামড়! নেই বায়না, মহিলা ঢাকিদের জীবনে বিষাদের সুর

দীপক দেবনাথ
  • হাবড়া,
  • 20 Sep 2021,
  • Updated 2:54 PM IST
  • 1/16

Durga Puja 2021: পুজো আসছে। করোনা সংক্রমণের ভয় রয়েছে। তবে সবের মধ্য়েই সারা বাংলা মাতবে আনন্দে। আর এদিকে, বায়না না পেয়ে ধুঁকছেন হাবড়ার মহিলারা ঢাকিরা।

  • 2/16

গত কয়েক বছর ধরে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মণ্ডপে মণ্ডপে মহিলা ঢাকির চাহিদাও বাড়ছিল।

  • 3/16

বলা চলে, পুরুষদের থেকে মণ্ডপে মহিলা ঢাকিদের উপস্থিতি বাড়তি নজর কাড়ছিল পুজো উদ্যোক্তা থেকে শুরু করে দর্শকদের। 

  • 4/16

বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনী ও পার্বণে এ রাজ্য তো বটেই ভিন রাজ্যেও কদর বাড়ছিল তাঁদের।

  • 5/16

তবে গত বছর এবং এ বছর করোনা পরিস্থিতি থাকায় পুজো উদ্যোক্তারা কার্যত হাত গুটিয়ে নিয়েছেন। 

  • 6/16

সত্যি কথা বলতে কী এ ছাড়া তাদের আর কোনও উপায়ও নেই।

  • 7/16

অনেক জায়গায় অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ঢাকের বাজনা শোনা গিয়েছে। কারণ বাজেট কমেছে।

  • 8/16

আর তাই দু'পয়সা বাঁচানোর জন্য এই পন্থা। করোনা ধাক্কা দিয়েই চলেছে।

  • 9/16

তাই ভাঁটা পড়েছে ঢাকিদের রুজি রোজগারে। করোনা গত দেড় বছরের বেশি সময় ধরে সব ছারখার করে চলছে। প্রভাব পড়েছে এখানেও।

  • 10/16

উত্তর ২৪ পরগণার হাবড়ার বাণীপুর এলাকায় অশোকনগরের কয়াডাঙ্গা এলাকার অমূল্যচন্দ্র নন্দী রিদিম মিউজিক কলেজ নামে একটি ঢাক প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত ঢাকিরা সাংবাদিক সম্মেলন করে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

  • 11/16

পাশাপাশি রাজ্য সরকারের কাছে বেশ কিছু আবেদন করেন তাঁরা।

  • 12/16

বছর চারেক আগে থেকে পথ চলা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে ৫০ থেকে ৬০ জন মহিলা ঢাকি।

  • 13/16

এ ছাড়াও ৩০-৩৫ জন পুরুষ ঢাকি। প্রত্যেকেরই একই সমস্যা। এবার তেমন বায়না হয়নি। সরকারি প্রোগ্রাম মেলেনি।

  • 14/16

তাই সমস্যায় প্রত্যেকেই। ঢাকশিল্পীদের আবেদন, ঢাকের সঙ্গে যুক্ত শিল্পীদের বর্তমানে করোনা পরিস্থিতির কথা ভেবে যেন সাহায্য করে সরকার।

  • 15/16

এর পাশাপাশি কেউ উদ্যোগ না নেওয়ায় অনেক ঢাকি শিল্পীরা ভ্যাকসিন দিতে পারেননি।

  • 16/16

তাই শেষ মুহুর্তে কোনও বায়না হলেও না ছেড়ে দিতে হয়! এমনটাও আশঙ্কা প্রকাশ করছেন  অশোকনগরের এই ঢাকি সংস্থার সম্পাদক সজল নন্দী।

Advertisement
Advertisement