ওড়িশা উপকূলে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে দিঘার সমুদ্র সৈকতে।
নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র। মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে দফায় দফায় সেখানে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।
লাগাতার বৃষ্টির সঙ্গে সমুদ্রের ধারে বইছে দমকা বাতাস। ভোরে সৈকত শহরে জোয়ার আসার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাস বেড়ে যায় আরও। সমুদ্রের জল ঢুকে পড়ে সৈকত সরণিতে। সমুদ্রের ধারে বসেই গা ভিজিয়ে নিতে দেখা যায় পর্যটকদের।
বর্ষা উপভোগ করতে দিঘার উপকূলে ভিড় বাড়ছে পর্যটকদের। তারমধ্যে সামনে রয়েছে উইকএন্ড ও স্বাধীনতা দিবসের ছুটি। ফলে আগামী দিনগুলিতে দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে।
উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার ওপর পূর্ণিমার ভরা কোটাল। ফলে দিঘার উপকূলে আপাতত এই জলোচ্ছ্বাস চলবে বলেই জানাচ্ছেন আবহবিদরা।
এই পরিস্থিতিতে সমুদ্রস্নানে নামলে যে কোনও বড় দুর্ঘটনা যাতে না হয়, তাই প্রশাসনের কড়া নজরদারি শুরু হয়েছে। সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
মাইকিং করে সমুদ্র না যেতে বলা হচ্ছে পর্যটকদের। দিঘা থানা সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ওল্ড দিঘা ও নিউ দিঘার সমস্ত ঘাটে কড়া নজরদারি চলছে। সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।
দিঘার পাশাপাশি মন্দারমনি, শঙ্করপুরেও প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে।
এই অবস্থায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বর্ষণের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেকারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।