আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই জানালো আবহাওয়া দফতর (Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
আরও পড়ুন - তৈরি হচ্ছে রাজ যোগ, ২১ অগাস্টের মধ্যে মালামাল হতে পারেন এই ৩ রাশির জাতকরা
পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, এবং কলকাতার ২-১ জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
একইসঙ্গে এদিন ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
আবহাওয়া দফতর বলছে, আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কয়েকটি জায়াগায়।
এই সব জায়গায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি আগামিকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।