Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: মহালয়ায় গঙ্গায় স্নান সারলেন লকেট, 'শহিদ'দের উদ্দেশ্যে তর্পণ

Aajtak Bangla
  • চুঁচুড়া,
  • 06 Oct 2021,
  • Updated 6:09 PM IST
  • 1/6

বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছেন হুগলির সাংসদ। তিনি শিবির বদল করতে পারেন বলে খবর ভাসছে।

  • 2/6

এর মাধেই বুধবার মহালায়র দিন গঙ্গায় স্নান করতে দেখা গেল হুগলির সাংসদকে।

  • 3/6

আসলে এদিন সকালে  চুঁচুড়ার জোড়াঘাটে তর্পণ করতে নেমেছিলেন লকেট। বিজেপির যেসকল কর্মী শহিদ হয়েছেন তাঁদের জন্যই এই তর্পণ বলে জানান লকেট। 
 

  • 4/6

এদিন বিজেপি নেত্রীর সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও। 

  • 5/6

তর্পণ সেরে   লকেট বলেন, ‘‘বিধানসভায় আমরা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছি। বিধায়কের সংখ্যা তিন থেকে ৭৭-এ পৌঁছেছে। এটা তো আমাদের সাফল্য। আমরা মহিলাদের অধিকার নিয়ে লড়াই করেছি। মানুষ সেটা বুঝতে পেরেছেন। আগামী দিনেও আমরা এই লড়াই করব। তাই যাঁরা শুধুমাত্র লাভের জন্য বিজেপি-তে এসেছিলেন তাঁরা যত তাড়াতাড়ি দল ছাড়বেন ততই মঙ্গল।’’ 
 

  • 6/6

ভবানীপুর উপনির্বাচনের প্রচারে না যাওয়ার জন্য  সম্প্রতি লকেটকে ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছিলেন  তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পরেই জল্পনা শুরু হয়, বাবুল সুপ্রিয়র পরে এবার  লকেটও কি  দল বদলাবেন। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন লকেট।

Advertisement
Advertisement