Advertisement

পশ্চিমবঙ্গ

Weather: আজ বৃষ্টি কি আরও বাড়বে? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

Aajtak Bangla
  • 16 Jun 2021,
  • Updated 11:49 AM IST
  • 1/8

ক্যালেন্ডারে জ্যোষ্ঠ মাসের শেষ, আর  খেলা শুরু হয়ে গিয়েছে বর্ষার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যে কারণে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
 

  • 2/8

হাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়েই রাজ্যের নানা প্রান্তে  নিরবিচ্ছিন্নভাবেই কোথাও ভারী, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত চলবে। 

  • 3/8

বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। 

  • 4/8

বুধবার কলকাতার দিন শুরু হয়েছে আকাশের মুঘ ভার দিয়ে, দেখা মেলেনি সূর্যদেবের। তিলোত্তমায় বজ্রপাতের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 5/8

 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন  উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছ । হাওয়া অফিস বলছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েই এই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

  • 6/8

 দক্ষিণবঙ্গের সব জেলাতেও বুধবার  কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।  তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
 

  • 7/8

এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি। যার জেরে মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে ১৭ জুন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যাওয়ার।

  • 8/8

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। ফলে রাজ্যের নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement