Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: উত্তরে বৃষ্টি, পঞ্চম দফায় কেমন থাকছে দক্ষিণের আবহাওয়া?

Aajtak Bangla
  • 17 Apr 2021,
  • Updated 7:27 AM IST
  • 1/8

বেশ কিছুদিন ধরেই গরমে পুড়ছে বাংলা। হাঁসফাঁস অবস্থা কলকাতার। এমন আবহে বাংলার নতুন বছরে খানিকটা স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দফতর। পয়লা বৈশাখের দিনই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে চলতি সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 2/8

এদিকে আজ রাজ্যে সপ্তম দফার ভোট। ভোট হচ্ছে রাজ্যের ৬টি জেলার ৪৫টি আসনে। এর মধ্যে যেমন রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং-জলপাইগুড়ি, তেমনি দক্ষিণর নদিয়া-উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলা। তবে এবার গত দফাগুলির মত  প্রখর রোদ মাথায় নিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে না রাজ্যবাসীকে। অন্তত এমন আশ্বাসবাণী দিচ্ছে হাওয়া অফিস।
 

  • 3/8

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের ৭ টি জেলায় স্বস্তির বৃষ্টিপাত হতে চলেছে। তবে এরমধ্যে সমস্তকয়টিই উত্তরবঙ্গের জেলা। জলপাইগুড়ি,দার্জিলিং, কলিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় স্বস্তির বৃষ্টির নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

  • 4/8

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় অংশত মেঘলা আকাশ থাকবে। তাই সর্বোচ্চ তাপমাত্রা নতুন করে আর বাড়বে না। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস বলছে  এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে।

 

 

  • 5/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, ঝড়ের সম্ভানা রয়েছে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, পশ্চিমের একাধিক জেলায় ঝড় হতে পারে। ৩০ থেকে ৪০ কিলিমোটিরা প্রতি ঘণ্টার গতিতে হতে পারে ঝড়। পশ্চিম মেদিনী পুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বইতে পারে ঝড়ো হাওয়া।  তার সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে বলে জানানো হয়েছে।

  • 6/8

বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ জলীয় বাষ্পের আধিক্য বাড়ছে। এর জেরেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষভাগ থেকে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 

  • 7/8

এদিকে শুক্রবার থেকেই  বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী ৭২  ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টি হবে। তাই ছাতা মাথায় দিয়েই ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে উত্তরবঙ্গবাসীকে।

  • 8/8

২০২১-এ বর্ষায় রাজ্যে  স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি জানিয়েছে, গড় বর্ষার ৯৮ শতাংশ বৃষ্টি হবে। বর্ষার সময় লা নিনার খুব কম সম্ভাবনা রয়েছে এবার।


 

Advertisement
Advertisement