কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাকাল হয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে আলিপুর হাওয়া অফিস স্বস্তির খবর দিয়েছে। আজ থেকে গাঙ্গেয় বঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আর সোমবার থেকে ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।
আগামী তিনদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বৃষ্টি হতে পারে। ১৯ জুলাই সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং মালদা বাদে বাকি সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ জুলাই সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস বলছে, ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে সেই সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে।
এদিকে আজকেও কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে । দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ ও সর্বনিম্ন ৫৮ শতাংশ।