Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update:তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টি হতে পারে এই ১০ জেলায়

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 19 Sep 2021,
  • Updated 2:36 PM IST
  • 1/7

বাংলায় এবার দেখা যাবে জোড়া ঘূর্ণাবর্তের দাপট। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের। 

  • 2/7

নতুন  করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গতকাল সারাদিন ধরে বৃষ্টিতে ভিজেছে বঙ্গবাসী।  আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও  বিক্ষিপ্তভাবে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
 

  • 3/7

হাওয়া অফিস বলছে এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গবসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটা ওড়িশা, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি রয়েছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় আরও এতটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
 

  • 4/7

 সেই সঙ্গে মৌসুমী অক্ষ রেখা ঝাড়খন্ড হয়ে উত্তরবঙ্গ  থেকে সাগরের উপর দিয়ে বৃস্তিত রয়েছে । এর ফলে আগামী ৪৮  ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 5/7

কলকাতা ,উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ,ঝাড়গ্রাম , পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

  • 6/7

দক্ষিণবঙ্গের ১০টিরও বেশি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, কমবে বৃষ্টির পরিমাণ।
 

  • 7/7


উত্তরবঙ্গেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আকাশও মেঘলা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ উত্তরের বিভিন্ন জেলায় হালকা বর্ষণ হতে পারে। ভারী বর্ষণ আপাতত হচ্ছে না। 

Advertisement
Advertisement