বজ্র-বিদ্যুৎ-সহ রাতভর তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৷ বিশেষ করে ভোরের দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে আবার শহরের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে ৷
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৷ এই বৃষ্টি আজ, সোমবার অনেকটা সময় জুড়েই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে বাংলার উপকূলে একটি মাত্র ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা।। যার জেরে দক্ষিণবঙ্গরে বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও লাগোয়া উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণাবর্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসবে। এর প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। এছাড়াও জামশেদপুর হয়ে দীঘা থেকে বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস বলছে, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পশ্চিমের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের জন্য এদিন হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা না দেওয়া হলেও, সতর্ক করে বলা হয়েছে এই বৃষ্টির জেরে নদীগুলির জল বা়ড়তে পারে। পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে। মাঠে থাকা সবজির ক্ষতি হতে পারে।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বর্ষার বৃষ্টি হতে পারে।
সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
রাতের বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বহু জায়গায় জল জমেছে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টির হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৭১ শতাংশ।
হাওয়া অফিস বলছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। পরের সপ্তাহে রবিবার ও মঙ্গলবার দুটি সিস্টেম তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর কতটা প্রভাব পড়ে দক্ষিণবঙ্গে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।