Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: সরেছে নিম্নচাপ, আজ থেকে স্বস্তি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2021,
  • Updated 8:30 AM IST
  • 1/11

 নিম্নচাপ সরে গিয়েছে বিহারের দিকে। যার ফলে মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টি। ফলে লক্ষীপুজোয় খানিকটা হলেও স্বস্তি দক্ষিণবঙ্গবাসীর জন্য।
 

  • 2/11

এদিকে আর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমানের বেশি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 3/11


আবহাওয়া দফতর জানিয়েছে , বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বুধবার অর্থাৎ আজ থেকেই। 
 

  • 4/11

তবে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর থাকলেও উত্তরবঙ্গবাসীর জন্য রয়েছে অস্বস্তির খবর।  উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 
 

  • 5/11

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু’একটি জায়গায়। দার্জিলিং ও কালিম্পং-এর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 6/11

২১ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কবে তা পুরোপুরি বন্ধ হবে, তা এখনই বলতে পারছে না আবহাওয়া দফতর ।
 

  • 7/11

আবহাওয়া দফতরের তরফে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য সতর্কতা জারি করে বলা হয়েছে, এই দুই জেলায় অতিবৃষ্টির কারণে একদিকে যেমন নদীতে জলস্তর বৃদ্ধি হবে, অন্যদিকে বিভিন্ন জায়গায় ধস নামতে পারে।

  • 8/11

কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামী ২৪  ঘণ্টায় মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। 
 

  • 9/11

এদিকে এবারের বৃষ্টি কমলেই রাজ্যে প্রাক শীত পর্ব শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
 

  • 10/11


আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অক্টোবর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

  • 11/11

বৃষ্টি কমলেই রাজ্যে প্রাক শীতের আবহাওয়া শুরু হয়ে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে ২২ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমবে। তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য।  উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাব বাড়বে। সেই কারণেই এই তাপমাত্রা কমবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement