কখনও রোদ ঝলমলে নীল আকাশ, আবার মুহূর্তেই কালো মেঘে ঝিরঝিরে বৃষ্টি। বুধবার থেকে কলকাতার আবহাওয়ার ছবিটা খানিকটা এরকমই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে ভারী বৃষ্টি সম্ভাবনা একেবারেই নেই।
হাওয়া অফিস বলছে আগামী ৫ দিন হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এই সময়ে বারে বারে বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে পুরুলিয়া ,বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা ,ঝারগ্রাম এবং দুই মেদিনীপুরে একটু বেশি বৃষ্টি হবে।
মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে ১৫ তারিখ পর্যন্ত,কারণ নিম্নচাপ এখনো সমুদ্রের উপরে রয়েছে। এর ফলে বাংলার উপকূলে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গ বৃষ্টি বঞ্চিত হলেও আবারো উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টি বাড়তে চলেছে।
১৮ তারিখ থেকে উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। তবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পয়লা জুন থেকে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি রয়েছে। গোটা পশ্চিমবঙ্গে ২৬ শতাংশ কম হয়েছে বৃষ্টি।
আগামী পাঁচ দিনে যা বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে অনেকটাই কম বৃষ্টি হবে, তাই পাট এবং ধানের ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে । ধান চাষের জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভারী বৃষ্টির জন্য।