Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weekly Weather Forecast: টানা ৫দিন ঝাঁপিয়ে বৃষ্টি পাঁচ জেলায়, নতুন সপ্তাহে ভাসবে কলকাতা?

Aajtak Bangla
  • 28 Aug 2022,
  • Updated 5:21 PM IST
  • 1/9


শনিবারের কয়েক ঘণ্টা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতার বিভিন্ন এলাকা। শনিবারের পর আজ রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 2/9

তবে দক্ষিণবঙ্গে  আপাতত ভারী বৃষ্টির  পূর্বাভাস নেই। সঙ্গে অস্বস্তির আবহাওয়া চলবে। 

  • 3/9


যদিও মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া  দফতর।

  • 4/9

হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কারণ মৌসুমী অক্ষরেখা হিমালয়ের কাছাকাছি রয়েছে । 

  • 5/9

ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে । তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে । 

  • 6/9

উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিংম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 
 

  • 7/9

বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপের পরিস্থিতি না হওয়ার জন্যই আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তাপমাত্রা বাড়বে । আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে ।
 

  • 8/9

বুধবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে  বৃহস্পতিবার তুলনামূলক ভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 
 

  • 9/9

আপাতত কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।  আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রির আশপাশে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement