Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast Monday: একনাগাড়ে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, কতদিন-কোথায় ভারী বৃষ্টি?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 28 Aug 2022,
  • Updated 8:35 PM IST
  • 1/10

শনিবার রাত থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যার রেশ রয়েছে রবিবারও। দিনভর আরামদায়ক আবহাওয়া উত্তরবঙ্গের সমতলেও।

  • 2/10

রবিবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে গোটাদিনই ঠান্ডা হাওয়া বয়েছে,আকাশ ছিল মেঘলা।

  • 3/10

সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দিনভর উত্তরের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 

  • 4/10

আগামী ৩-৪ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 5/10

উত্তরবঙ্গে আগামী ৫ দিন ধরেই ভাল পরিমাণ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। তবে জেলাগুলিতে অসম পরিমাণ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। কোথাও অতিভারী আবার কিছু এলাকা শুকনোই থেকে যেতে পারে।

  • 6/10

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 7/10

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 8/10

তবে মঙ্গলবারে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি পরের দুদিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারেও চলতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। 

 

  • 9/10

আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। গত কয়েক মাসে এই প্রথম বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা কমেছে। ফলে খানিকটা স্বস্তি ফিরেছে।

  • 10/10

পাহাড়ে বৃষ্টি হবে অন্যান্য় এলাকার সঙ্গেই। ফলে ধস সতর্কতা জারি রয়েছে। তবে পাহাড়ে বৃষ্টি হলেও তা অতিভারীতে পরিণত হবে না বলেই পূর্বাভাসে অনুমান করা হয়েছে।

Advertisement
Advertisement