Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast : ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে শুক্রবার, কোথায় কোথায় প্রভাব?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2022,
  • Updated 5:22 PM IST
  • 1/7

রাজ্যে বৃষ্টি যেমন চলছে, আপাতত তেমনই চলবে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 2/7

বুধবার হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal) যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, আগামী আরও ৪৮ ঘণ্টা তেমনই চলবে। তারপর থেকে ধীরে ধীরে তা কমতে পারে।

  • 3/7

একই পূর্বাভাস উত্তরেও। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণের মতো উত্তরবঙ্গেও (North Bengal) আগামী আগামী ৪৮ ঘণ্টা চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে ৭-৮ তারিখ নাগাদ তা অনেকটাই কমে যাবে।

  • 4/7

এর ফলে তাপমাত্রায় আপাতত তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

আরও পড়ুনখাবারে বেশি নুন খেলে যে রোগগুলি অচিরেই বাসা বাঁধে শরীরে, পরে মালুম হয়...

  • 5/7

অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর (South Andaman Sea) ও সংলগ্ন এলাকায় বর্তমানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। 

  • 6/7

আগামী ৬ তারিখ নাগাদ সেটি নিম্নচাপে এবং ৮ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

  • 7/7

 এর জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্চে হবে বৃষ্টিপাত। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement