Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Depression : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বাংলার কোথায় প্রভাব পড়বে?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 05 May 2022,
  • Updated 11:00 AM IST
  • 1/10

Bengal Weather Depression: মাঝের কয়েকটা দিন প্রবল গরমে জ্বলেছে বাংলা। এবার নিম্নচাপের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সেটার শক্তি কতটা বাড়তে পারে বা গতিপথ কেমন হবে, সে ব্য়াপারে খোঁজখবর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।

  • 2/10

দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ৬ মে নাগাদ শুক্রবার এর মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। তার ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটু ঘণীভূত হতে পারে। দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

  • 3/10

আরও শক্তিশালী হয়ে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সিস্টেমটির ওপর আবহাওয়াবিদরা নজর রাখছেন।

  • 4/10

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ৭ মে পর্যন্ত সেখানকার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 5/10

এর প্রভাবে যেটা হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। পরে একটু কমে যাবে। উত্তরবঙ্গেও তাই ছবি থাকার কথা। 

  • 6/10

তাঁরা জানাচ্ছেন, এর প্রভাবে আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। 

  • 7/10

তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েকদিন।

আরও পড়ুন: গোসাবায় বাঘের হানা, মেরেছে গরু-ছাগল, আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা

আরও পড়ুন: করোনাকে বাইপাস করতে ভোটপ্রচারে সিপিআইএমের ভরসা ই-পথসভা

আরও পড়ুন: অকালে চুল পেকে-ঝরে যাচ্ছে? সমাধানে আয়ুর্বেদ যা বলছে

  • 8/10

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, তাপমাত্রায় এখন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগে যে গরম অনুভূত হচ্ছিল, তা হচ্ছে না।

  • 9/10

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? এ ব্য়াপরে আবহাওয়া দফতর বলছে, আজ, বৃহস্পতিবার (৫ মে) দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 10/10

এর পাশাপাশি ওই সব ক'টি জেলার কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার আবার কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement