Advertisement

পশ্চিমবঙ্গ

Siliguri : দৃষ্টিহীন? ধূর! ফুটবল খেলে শিলিগুড়ি মাতিয়ে দিলেন ওঁরা

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 12 Sep 2021,
  • Updated 5:57 PM IST
  • 1/10

Siliguri: এ এক অন্য ফুটবল ম্যাচ দেখল রবিবারের শিলিগুড়ি। খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাসে ভেঙে পড়ল গোটা এলাকা।

  • 2/10

অংশগ্রহণকারীরা দৃষ্টিহীন। তাতে কী! সে সব বাধা হেলায় উড়িয়ে দিলেন তারা। 

  • 3/10

গোল করলেন, মন জয় করলেন। দেখিয়ে দিলেন, ইচ্ছাটাই আসল। সেখানে কোনও বাধাই কাজে আসতে পারে না। নিজের ওপর বিশ্বাস আর ইচ্ছাশক্তির জোর কী করতে পারে, তা ফের তাঁরা দেখিয়ে দিলেন। তাঁদের জন্য যে কোনও প্রশংসাই কম রাখে। খালি বলা যেতে পারে, তাঁরা সবাই উদাহরণ। 

  • 4/10

প্রতিযোগিতার নিয়ম মেনে হয়তো হয়তো একটি দল জিতেছে। তবে আসলে সবাই বিজয়ী। এ নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। 

  • 5/10

কারণ তাঁরা সবাই মন জয় করে নিয়েছেন। তাঁদের এই ম্যাচ সবাইকে অনুপ্ররণা দেবে। এ এক অসাধারণ নজির তৈরি হল।

  • 6/10

দৃষ্টিহীনদের নিয়ে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হল এই ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম ও ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সহযোগিতায়। রবিবার এই খেলার আয়োজন করা হয়।

  • 7/10

ইউনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দৃষ্টিহীনরা কোনও ভাবেই কারও থেকে পিছিয়ে নেই। এই বার্তা দিতে ও তাদের খেলার প্রতি উৎসাহ বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করেছে।

  • 8/10

যার মধ্যে কেউ পুরো এবং কেউ আংশিক দৃষ্টিহীন রয়েছেন। তবে একমাত্র যিনি গোলরক্ষক রয়েছেন তিনি দেখতে পান। এদিনের এই খেলায় যেই বলের ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ঝুনঝুনি। সেই আওয়াজ শুনেই খেলোয়াড়রা পুরো ম্যাচ খেলেছে। 

  • 9/10

এদিনের এই খেলায় উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় ভারতী ঘোষ, মান্তু ঘোষ সহ বিশিষ্টজনেরা।

  • 10/10

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দৃষ্টিহীনরা যে কারও থেকে কোনও অংশে কম নন, সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের ম্যাচের মাধ্য়মে তাঁরা তা দেখিয়েও দিলেন।

Advertisement
Advertisement