Advertisement

পশ্চিমবঙ্গ

Madan Mitra: ED-র নোটিশ এখন ছেঁড়া শালপাতার টুকরো! কটাক্ষ মদনের

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 12 Sep 2021,
  • Updated 8:40 AM IST
  • 1/8

Kamarhati TMC MLA Madan Mitra: ইডি (ED)-র নোটিশ এখন শালপাতার টুকরো। পানের দোকানিরাও পরোয়া করেন না। রবিবার হুগলির শ্রীরামপুরে মাহেশ এসে মদন মিত্র (Kamarhati TMC MLA Madan Mitra) এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন তিনি জগন্নাথ এবং বললাম দর্শনে এসেছিলেন। বলেন, এমন দিন যেন দেখতে না হয় বাবা যেদিন তোমার দরজাতেও ইডির নোটিশ এসে পরে।

  • 2/8

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।

  • 3/8

মদন মিত্র (Kamarhati TMC MLA Madan Mitra)-এর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বলরাম উৎসব উপলক্ষে প্রত্যেক বছর বহু মানুষকে বস্ত্র বিতরন করা হয়। সেই অনুষ্ঠানেই এদিন এসেছিলেন সদ্য দিদির কাছে 'চিররঙিন' তকমা পাওয়া মদন মিত্র। তবে মাহেশে এসে কী আর জগন্নাথের দর্শন না সেরে যাওয়া যায়!

  • 4/8

তাই এদিন জগন্নথদেবের পুজো সেরেই কর্মসুচি সমাপ্ত করেন মদন (Kamarhati TMC MLA Madan Mitra)। আসন্ন উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিপুল ভোটে জয়ের লক্ষ্যে এদিন প্রার্থনা করেন মদন ও বাবুন।

  • 5/8

স্বমহিমাতেই সাংবাদিকদের সামনে ধরা দেন মদন মিত্র (Kamarhati TMC MLA Madan Mitra)। শ্যামা সঙ্গীত গেয়ে শোনানোর পাশাপাশি আগামী দিনে দলের লক্ষ্য যে দিল্লি, তা বুঝিয়ে দেন মদন।

  • 6/8

তবে এদিন ইডিকে একহাত নিতেই ছাড়েননি কামারহাটির বিধায়ক (Kamarhati TMC MLA Madan Mitra)। তিনি বলেন বাবা জগন্নাথকে বললাম এমন দিন যেন দেখতে না হয় বাবা যেদিন তোমার দরজাতেও ইডির নোটিশ এসে পরবে। সেদিকে নজর রাখুন! কারন ইডির নোটিশ এখন ছেঁড়া শালপাতার সমান। যা দিয়ে ঘুগনি দেয়, তেমন। ওই নোটিশকে পানের দোকানিরাও পরোয়া করেন না।

  • 7/8

এর আগেও তিনি ইডি-কে কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র (Kamarhati TMC MLA Madan Mitra)। বৃহস্পতিবার তিনি এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। নারদ-কাণ্ড নিয়ে তিনি বলেন, শুভেন্দু বিজেপি ঘরের জামাই। তাই তিনি কোনও চিঠি পান না।

  • 8/8

মুকুলকে দেখতে
মদন মিত্র জানান, এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মুকুল রায়। তাঁকে দেখতে  যাবেন তিনি। মুকুল রায় তাঁর ছোট ভাইয়ের মতো। তাঁকে তিনি স্নেহ করেন। আর এই সময়ে তিনি তাঁকে দেখতে যাবেন।

একলা চলতে হয়
পাশাপাশি আরও কতগুলো প্রসঙ্গ উঠে আসে। সেই প্রশ্নের উত্তর দেন মদন মিত্র। তাঁকে প্রশ্ন করা হয় আইন মন্ত্রী মলয় ঘটককে ইডি ডেকেছে। সেই প্রশ্নের উত্তরে মদন মিত্র জানান, পি চিদম্বরম-কেও ইডি ডেকেছিল। তাতে কোনও দোষ নেই। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়।'

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement