Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Summer Rain Forecast: উত্তরের পাশাপাশি ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিও, কলকাতায় বৃষ্টি হবে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 05 Apr 2022,
  • Updated 5:15 PM IST
  • 1/9

সোমবারের মতো মঙ্গলবারের সকালেও দখিনা হাওয়ার দাপাদাপি দক্ষিণবঙ্গজুড়ে। তবে এদিন মেঘ সরে চৈত্রের রোদ্দুর উঁকি মারতেই গরমের  রেশ বেশ মালুম হয়েছে। 

  • 2/9

সেইসঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সকাল থেকেই ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। আবহাওয়া  দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুকনোই থাকবে।

  • 3/9

হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে  দার্জিলিং,  আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ।এছাড়া উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ।

  • 4/9

উত্তরবঙ্গের বাকি ৩ জেলা অর্থাৎ দুই  দিনাজপুর ও মালদা সেখানে হালকা বৃষ্টি হবে। 

  • 5/9

দক্ষিণবঙ্গে ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আবহাওয়ার শুষ্ক থাকবে। শুধুমাত্র  আগামী ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ, নদিয়ায়  কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 6/9

কলকাতার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

  • 7/9

আগামী তিন-চার দিনে শহর কলকাতার  তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না।

  • 8/9

হাওয়া অফিস বলছে, উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা খানিকটা কম থাকবে। মেঘলা থাকার জন্য অসস্তি অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে।
 

  • 9/9

এদিকে আন্দামানের কাছে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর জেরে গুমোট আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের গতিবিধির উপর নির্ভর করবে রাজ্যের আগামী কয়েকদিনের আবহাওয়া। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement