Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, নিম্নচাপের কী পূর্বাভাস?

Aajtak Bangla
  • 05 May 2022,
  • Updated 3:51 PM IST
  • 1/10

সাগরে নিম্নচাপের ওপর নজরদারি চালাচ্ছে হাওয়া অফিস, এরমাঝে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

  • 2/10

বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের এলাকার আকাশ ছিল মেঘলা। এই আবহে হাওয়া অফিস বলছে, ৭ মে অর্থাৎ শনিবার পর্যন্ত  দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 3/10

পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও না কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

  • 4/10

 গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

  • 5/10

৭  মে অর্থাৎ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনও কোনও জায়গায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

  • 6/10

তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে  দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

  • 7/10

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।  আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। যার ফলে ৬ মে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে। 

  • 8/10

হাওয়া অফিস বলছে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে । তারপর পরবর্তী ৪৮ ঘন্টায় তা শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলে এসে পৌঁছবে কিনা তা এখনই বলতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। 
 

  • 9/10

 ঘূর্ণাবর্তের প্রাথমিক গতিবিধি দেখে মনে করা হচ্ছে, আগামী ৮ মের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। মূলত দেশের পূর্ব অংশের উপকূলবর্তী এলাকাগুলিতেই এর প্রভাব টের পাওয়া যাবে। যার জেরে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। 

  • 10/10

বর্তমানের ঘূর্ণাবর্তের প্রভাবে ৬ ও ৭ মে আন্দামান দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত ৬ মে-র মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
 

Advertisement
Advertisement