Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, রাজ্যে টানা বৃষ্টি ক'দিন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • Updated 7:48 AM IST
  • 1/8

West Bengal Weather Update: আজই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
 

  • 2/8

তারও ৪৮ ঘণ্টা পড়ে এই নিম্নচাপ গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী তিনদিন ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
 

  • 3/8

৭ মে অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 4/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু-তিনদিন বৃষ্টি হবে।
 

  • 5/8

এইমুহূর্তে তীব্র দাবদাহ বা খুব গরমের সম্ভাবনা নেই।
 

  • 6/8

তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কমবে তখন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে তা তিনদিনের জন্য।
 

  • 7/8

সাগরে নিম্নচাপের ওপর নজরদারি চালাচ্ছে হাওয়া অফিস। তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে কিনা তা নজরদারি রাখা হচ্ছে।
 

  • 8/8

আন্দামানে সাইক্লোনের প্রভাব পড়বে। সেখানে জারি সমস্ত সতর্কতা। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
 

Advertisement
Advertisement