West Bengal Weather Update: আজই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
তারও ৪৮ ঘণ্টা পড়ে এই নিম্নচাপ গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী তিনদিন ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
৭ মে অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু-তিনদিন বৃষ্টি হবে।
এইমুহূর্তে তীব্র দাবদাহ বা খুব গরমের সম্ভাবনা নেই।
তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কমবে তখন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে তা তিনদিনের জন্য।
সাগরে নিম্নচাপের ওপর নজরদারি চালাচ্ছে হাওয়া অফিস। তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে কিনা তা নজরদারি রাখা হচ্ছে।
আন্দামানে সাইক্লোনের প্রভাব পড়বে। সেখানে জারি সমস্ত সতর্কতা। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।