Advertisement

পশ্চিমবঙ্গ

Tiger in Kultali : বাঘ ঢুকেছে গ্রামে, ঘুম উড়েছে কুলতলির, চলছে খোঁজ

প্রসেনজিৎ সাহা
  • কুলতলি,
  • 26 Dec 2021,
  • Updated 4:22 PM IST
  • 1/16

Tiger in Kultali: কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। কুলতলি ডোঙ্গাজোড়া শেখ পাড়াতে বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের।

 আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

  • 2/16

শনিবার একটি বাঘ ঢুকে পড়েছিল এলাকায়। রবিবার সকালে স্থানীয় শেখপাড়ার এক বাসিন্দাকে বাঘ হামলা করে। তিনি মাছ-কাঁকড়া ধরতে যাওয়ার সময় হামলে পড়ে বাঘ।

আরও পড়ুন: শীতের 'সুপারফুড' লালশাক, ভাল রাখে চোখ-দাঁত, সারায় অ্যানিমিয়া, আরও অনেক গুণ

  • 3/16

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। গতকালই এই বাঘটিকে ধরার জন্য খাঁচা পেতেছিল বন দফতর।

 আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন

  • 4/16

কিন্তু বাঘ খাঁচায় ধরা দেয়নি। এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বাঁধের খুঁজে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন গ্রামবাসীও বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন: পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

  • 5/16

শনিবারের পর কুলতলিতে আবারও বাঘের দর্শন। ৫ নম্বর গরানকাঠি এলাকায় বাঘ দেখতে পাওয়া যায়। এদিন সকালে বাঘ দেখতে পান এক মৎস্যজীবী। তাঁর নাম চম্পা নস্কর। 

আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ

  • 6/16

তিনি ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন। আর তখনই বনের মধ্যে বাঘ দেখতে পান। ওই মৎস্যজীবি পালিয়ে আসেন গ্রামে। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে বন দফতরের কর্মী ও কুলতলি  থানার পুলিশ পৌঁছয়।

আরও পড়ুন: ব্লাড প্রেশারে ভুগছেন? মুলো খেয়েও নিয়ন্ত্রণ করতে পারেন, এছাড়াও...

  • 7/16

গায়েনের চক  ও ৫ নম্বর গরানকাটি এলাকায় বাঘের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। সারারাত গ্রাম প্রহারা দেন গ্রাম বাসীরা। 

আরও পড়ুন: দু'হাতে কোনও ক্রমে ঢাকার চেষ্টা! পুনমের বোল্ড TOPLESS ছবি ভাইরাল

  • 8/16

এদিন সকালে ওই জঙ্গলের পাশের জঙ্গলে আবার বাঘ দেখতে পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা এলাকা ঘিরে রেখেছে বনদপ্তর জাল দিয়ে। পাশাপাশি বাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছে।

  • 9/16

চলতি মাসের প্রথম দিকেও কুলতলির লোকালয়ে বাঘের হানার ঘটনা ঘটেছিল। আতঙ্কিত ছড়ায় এলাকাবাসীরল মনে।

 

  • 10/16

লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রামে।

  • 11/16

সে সমসয় সকালে এলাকার মানুষ গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এতেই আতঙ্ক ছড়ায়। 

 

  • 12/16

ঘটনার খবর পেয়ে মৈপীঠ কোস্টাল থানার পুলিশকে খবর দিলে ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছিলেন। 

  • 13/16

গ্রামে বাঘের উপস্থিতি নিশ্চিত হতেই এ বিষয়ে বন দফতরকে খবর দেয় পুলিশ।

 

  • 14/16

পরে স্থানীয় নলগড়া বিট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।

  • 15/16

শেষ পর্যন্ত স্থানীয় একটি ধানক্ষেতে বাঘের খোঁজ মেলে। এরপরেই ধান ক্ষেতটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। স্বস্তি মেলে স্থানীয় বাসিন্দাদের।

  • 16/16

তবে সেই স্বস্তি বেশিদিন টিকল না। ফের বাঘের হানা কুলতলিতে।

Advertisement
Advertisement