উত্তরবঙ্গে লাগাতার তুষারপাত অব্যাহত।
ফের তুষারপাত সান্দাকফুতে, বরফের চাদরে আরও মোহময়ী দার্জিলিং।
ক্রিসমাসে বরফের চাদরে ঢেকেছিল দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ের কিছু এলাকা।
রবিবারও সেই নিয়মের অন্যথা হল না। সকালে নতুন করে তুষারপাত হল সান্দাকফুতে।
একেবারে বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। যা দেখে খুশি পর্যটকরাও।
শনিবার সন্ধ্যায় সান্দাকফু, জলদা পাহাড় ও ছটকপুরে তুষারপাত হয়। এর জেরে আটকে পড়েন পর্যটকরা।
তবে তুষার পাতের পর এক অদ্ভুত সৌন্দর্য তৈরি হয়েছে সান্দাকফুতে। যাত্রাপথ বরফে ঢাকলেও যা দেখে খু
এদিন দুপুরে আটকে পড়া পর্যটকদের নিরাপদে মানভঞ্জনে নামিয়ে আনা হয়েছে।
শনিবারই মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পেয়েছে দার্জিলিং। তুষারপাত হয় টাইগার হিলেও।
কার্শিয়াংদের পাহাড়ি এলাকায় আজ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
তুষারপাত ও বৃষ্টির কারণে পাহাড় জুড়ে এখন কনকন ঠান্ডার অনুভূতি।