Advertisement

পশ্চিমবঙ্গ

Snow Falls In Sandakphu:সান্দাকফুতে নতুন করে তুষারপাত, আটকে পড়েও খুশি পর্যটকরা

কায়েশ আনসারী
  • সান্দাকফু,
  • 26 Dec 2021,
  • Updated 6:47 PM IST
  • 1/11


উত্তরবঙ্গে লাগাতার তুষারপাত অব্যাহত। 
 

  • 2/11

ফের তুষারপাত সান্দাকফুতে, বরফের চাদরে আরও মোহময়ী দার্জিলিং।

  • 3/11

ক্রিসমাসে বরফের চাদরে ঢেকেছিল  দার্জিলিং ও কালিম্পং-এর  পাহাড়ের কিছু এলাকা।
 

  • 4/11

রবিবারও সেই নিয়মের অন্যথা হল না। সকালে নতুন করে তুষারপাত হল সান্দাকফুতে। 

  • 5/11

একেবারে বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। যা দেখে খুশি পর্যটকরাও। 

  • 6/11

শনিবার সন্ধ্যায় সান্দাকফু, জলদা পাহাড় ও ছটকপুরে তুষারপাত হয়। এর জেরে আটকে পড়েন পর্যটকরা।

  • 7/11

তবে তুষার পাতের পর এক অদ্ভুত সৌন্দর্য তৈরি হয়েছে  সান্দাকফুতে। যাত্রাপথ বরফে ঢাকলেও  যা দেখে খু

  • 8/11

এদিন দুপুরে আটকে পড়া পর্যটকদের নিরাপদে মানভঞ্জনে নামিয়ে আনা হয়েছে। 
 

  • 9/11

শনিবারই মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পেয়েছে দার্জিলিং। তুষারপাত হয় টাইগার হিলেও। 

  • 10/11


কার্শিয়াংদের পাহাড়ি এলাকায় আজ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। 
 

  • 11/11

তুষারপাত ও বৃষ্টির কারণে পাহাড় জুড়ে এখন কনকন ঠান্ডার অনুভূতি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement