Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecasts and Warnings: আজও ঝড়-জল? আপনার জেলায় কেমন আবহাওয়া, রইল পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2023,
  • Updated 11:24 AM IST
  • 1/12

গতকাল সকাল থেকে ভ্যাপসা গরম থাকার পরে অবশেষে বিকেল গড়াতেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি। কেবলমাত্র কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়ের দাপট দেখা গিয়েছে সোমবার সন্ধ্যায়।
 

  • 2/12

হাওয়া অফিস সূত্রে খবর মোকার প্রভাব পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ না পড়লেও আজও  বৃষ্টি হতে পারে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। 

  • 3/12

মোকার পরোক্ষ প্রভাবে বাড়তে পারে তাপমাত্রার পারদ। সকাল থেকে তাপমাত্রা বেশি থাকলেও বিকেল গড়াতে শুরু হতে পারে বৃষ্টি। বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়াও বইবে।
আজও ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস

  • 4/12

হাওয়া অফিস বলছে, মোকা সরতেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করে বৃষ্টির পরিবেশ তৈরি করেছে। ফলে চলতি সপ্তাহে ভাল বৃষ্টি পেতে চলেছে দক্ষিণের জেলাগুলি। উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 

  • 5/12

সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং জেলায়। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে।

  • 6/12


 হাওয়া অফিস জানিয়েছে, সব জেলাতেই মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং ও বজ্রপাতের সম্ভবনা রয়েছে। 
 

  • 7/12

মঙ্গলবার অর্থাৎ আজ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

  • 8/12

 বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে, এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • 9/12

 উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস আছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া থাকবে।
 

  • 10/12

বৃষ্টির মাঝেই অবশ্য  বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।
 

  • 11/12

মঙ্গলবারও দিনভর মেঘলা থাকবে কলকাতার আকাশ। তার জন্য সাময়িক ভাবে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।   আজও  বিকেল কিংবা সন্ধের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে ১৫ থেকে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। যা টানা শনিবার পর্যন্ত চলবে।
 

  • 12/12

 হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিকে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। মঙ্গলবার থেকে শহরে আরও পারদ পতনের ইঙ্গিত রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯০ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার।

Advertisement
Advertisement