Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update : রবিবার রাজ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায়?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 22 Jan 2022,
  • Updated 5:29 PM IST
  • 1/10

West Bengal Weather Update: ফের রাজ্যে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: মা সারদার জন্মতিথিতে বেলুড়ে ভক্তরা, আবেগে চোখে জল

  • 2/10

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৩ এবং ২৪ জানুয়ারি প্রভাব বেশি থাকবে।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম Christmas Celebration ভিকি-ক্যাটরিনার, দেখুুন PHOTOS

  • 3/10

বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৩ তারিখ নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। 

আরও পড়ুন: ফিরহাদ থেকে মীনাদেবী- ভোটের তারাদের জয় মোটের ওপর মসৃণ পথেই

  • 4/10

দিন কয়েক আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: বোল্ড লুকে 'ঝুমা বউদি', 'এমন করলে কী করে চলবে!' প্রশ্ন ফ্য়ানের

  • 5/10

২৫ তারিখে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কেটে যাবে। শুধুমাত্র কলকাতা উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আরও পড়ুন: Netflix, Amazon Prime এবং Disney+Hotstar দেখুন ফ্রি-তে, জানুন কীভাবে

  • 6/10

২৬ তারিখে শুষ্ক পরিষ্কার আকাশ। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকার ২ জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

  • 7/10

এই মুহূর্তে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। ২৬ জানুয়ারির পর থেকে অর্থাৎ বৃষ্টি কমে গেলে তারপর আস্তে আস্তে তাপমাত্রার পরিবর্তন হতে থাকবে।

 

  • 8/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৪ থেকে ২৪ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা একটু বেশি থাকবে এই তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব ক'টি জেলাতেই। ২২ এবং ২৩ দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 9/10

২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি প্রভাব কম থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

 

  • 10/10

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement