Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: আরও পারদ পতনের পূর্বাভাস, ক'দিন চলবে কনকনে শীত? যা জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jan 2023,
  • Updated 4:24 PM IST
  • 1/9

পৌষের শীতে জুবুথুবু গোটা রাজ্য। প্রায় সব জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দফতর জানাল,উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। আরও কয়েকদিন থাকবে এমন হাড়কাঁপানো ঠান্ডা। 

  • 2/9

আরও কদিন থাকবে এমন কনকনে শীত? হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যবাসীকে আরও কয়েক দিন ঠান্ডায় কাঁপতে হবে। আরও ৫ দিন থাকবে কনকনে শীত। দক্ষিণবঙ্গে সকালে থাকবে কুয়াশা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী কুয়াশা থাকবে। 

  • 3/9

শুক্রবার কলকাতায় ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল শীত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ৩ দিন তাপমাত্রার কোনও বদল হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।   

  • 4/9

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার কোনও বদল হবে না। তাপমাত্রা ০.৫ বা ১ ডিগ্রি উপরে-নীচে হাতে পারে। 

  • 5/9

উত্তরবঙ্গের ৩ জেলায় শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটা কম থাকবে। ফলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির কাছাকাছি। 

  • 6/9

শুধু উত্তরবঙ্গেই নয় দক্ষিণবঙ্গেও রয়েছে শৈত্য প্রবাহ পরিস্থিতির পূর্বাভাস। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে থাকবে শৈত্য প্রবাহের পরিস্থিতি। সেখানে তাপমাত্রা আরও কমতে পারে।  

  • 7/9

কোচবিহারে থাকবে ঘন কুয়াশা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পঙে। 

  • 8/9

উপকূলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম থাকবে। 

  • 9/9

গঙ্গাসাগরে সকালের দিকে কুয়াশা থাকবে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটারে বইবে উত্তুরে হাওয়া। ১৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ায় কোনও পরিবর্তন হবে না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement