দুইবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোথাও কোথাও রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Ofice)।
বুধবারের সাংবাদিক বৈঠকে হাওয়া অফিস জানায়, উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জালপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। আর বাকি ৩ জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
১৭ তারিখও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ১৮ এবং ১৯ তারিখেও।
একইরকম পরিস্থিতি মোটামুটি দক্ষিণবঙ্গেও (South Bengal)। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গে আজ রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
১৭ তারিখ এর সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। এদিন ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ এবং ১৯ তারিখে দক্ষিণবঙ্গে হতে পারে মাঝারি বৃষ্টি, সঙ্গে হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে। ২০ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, হাওয়ার গতিবগ মোটামুটি একইরকম থাকবে।
এক্ষেত্রে বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিচ্ছেন আহাওয়াবিদরা। সঙ্গে দামিনী অ্যাপেও নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও এই সময় আম ও মাঠের পাকা ফসলের ক্ষতিরও আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে আকাশ কিছুটা মেঘলা থাকায়, দিনের তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আরও পড়ুন - প্রাথমিকের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা, বাঁকুড়া পুলিশের উদ্যোগ ঘিরে তোলপাড়