আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এদিন হাওয়া অফিস জানায়, মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দিঘার ওপরে ছিল। আজ তা সরে ওড়িশার বালাসোরের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হতে পারে দু-এক পশলা বৃষ্টি।
আরও পড়ুন - চাকরি থেকে ব্যবসা, ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এই এক পাথরেই
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন - এই এক রত্নেই কেটে যাবে শনির দোষ, কোন কোন রাশির জাতকরা পরবেন?
আগামী ২৪ ঘন্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা।
তবে লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।