Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Forecast : দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়? পূর্বাভাস

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 03 Aug 2022,
  • Updated 5:03 PM IST
  • 1/7

আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

  • 2/7

এদিন হাওয়া অফিস জানায়, মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দিঘার ওপরে ছিল। আজ তা সরে ওড়িশার বালাসোরের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

  • 3/7

দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হতে পারে দু-এক পশলা বৃষ্টি। 

আরও পড়ুনচাকরি থেকে ব্যবসা, ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এই এক পাথরেই

  • 4/7

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

আরও পড়ুনএই এক রত্নেই কেটে যাবে শনির দোষ, কোন কোন রাশির জাতকরা পরবেন?

  • 6/7

আগামী ২৪ ঘন্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

  • 7/7

তবে লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement