Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Oath Taking Ceremony : মমতার ক্যাবিনেটে একঝাঁক নতুন মুখ, পর্যটনে বাবুল, পরিবহণ পেলেন স্নেহাশিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2022,
  • Updated 8:25 PM IST
  • 1/7

মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করা হয়েছিল আগেই। সেই মতো বুধবার রাজ্য মন্ত্রিসভায় করা হল বড়সড় রদবদল। মোট ৯ জন মন্ত্রী এদিন শপথ নেন। তার মধ্যে ৮ জন-ই নতুন মুখ। 

  • 2/7

এদিন শপথ নিয়েছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, প্রদীর মজুমদার, বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন,  সত্যজিত্‍ বর্মণ ও বীরবাহা হাঁসদা। এদের মধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া প্রত্যেকেই মন্ত্রীসভায় নতুন।

  • 3/7

নতুনদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী। 

  • 4/7

এদের মধ্যে বীরবাহা হাঁসদা প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন। এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন, সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন।  

  • 5/7

শপথগ্রহণের সময় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)। 

আরও পড়ুনযৌবন থমকে যাবে-টাকও পড়বে না শিয়া বাটার ব্যবহারে, কী সেটি?

  • 6/7

পর্যটন দফতরের দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এতদিন পর্যটন দফতরের দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। তিনি পেলেন টেকনিক্যাল এডুকেশন দফতর। সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন উদয়ন গুহ। পরিবহণ দফতর গেল স্নেহাশিস চক্রবর্তীর হাতে। এতদিন এই দফতর সামলাতেন ফিরহাদ হাকিম। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পেলেন প্রদীপ মজুমদার। মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন বিপ্লব রায়চৌধুরী। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেন তাজমুল হোসেন। আর শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন। এতদিন এই পদে ছিলেন পরেশ অধিকারী।

  • 7/7

এদিকে কৃষি দফতরের পাশাপাশি পরিষদীয় দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। এর আগে পরিষদীয়মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি পার্থর শিল্প দফতর দেওয়া হয়েছে শশী পাঁজাকে।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement