ভোরের দিকে কুয়াশা, মনোরম আবহাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট ভাব। ভ্যাপসা গরমে হাঁসফাঁস পরিস্থিতি বাংলায়।
শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ফেব্রুয়ারি মাসেই গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। আবহবিদদের আশঙ্কা, ফেব্রুয়ারির শেষেই বঙ্গের তাপমাত্রা পৌঁছে যাবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। শুধু তাই নয়, মার্চেও ভ্যাপসা গরম পড়বে রাজ্যে। তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
প্রচণ্ড গরম পড়লেও রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে চলতি বছর। ওড়িশা-ছত্তিসগড়ের ঘূর্ণাবর্ত কেটে যাওয়ায় আগামী দিনগুলিতে বাড়বে তাপমাত্রা, এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
কলকাতায় সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ এদিন গতকালের তুলনায় বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি। আজ দিনের বেলায় প্রবল গরম অনুভূত হবে। রোদের তেজ বেশ ভালই থাকবে। সেই সঙ্গে আবহাওয়ায় ধোঁয়াশা দেখা যাবে। সব মিলিয়ে অস্বস্তিকর পরিবেশ থাকবে।
আগামী ৫দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতায় তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রির কাছাকাছি ৷
হাওয়া অফিস বলছে, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘন্টায় বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিনে রাজ্যের সমস্ত জেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভোরে এবং সন্ধ্যায় মনোরম পরিবেশ পাওয়া যাবে আগামী বুধবার পর্যন্ত। জেলায় জেলায় খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে আরও দু থেকে চারদিন।