আজ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮ তম জন্মতিথি উৎসব। সারা রাজ্যেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহা সমারোহে পালন করা হবে এই বিশেষ দিনটি। বেলুড় মঠ ও কামারপুকুরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে।
বেলুড় মঠে ভোর সাড়ে চারটেয় মূল মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বেদ পাঠ ও স্তব গান হয়।
এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহ সারা মঠ ঘুরে ঊষা-কীর্তন করেন। তারপর হয় বিশেষ পুজো ও হোম।
আজ সারাদিনব্য়াপী নানা অনুষ্ঠান হবে বেলুড় মঠে। যেমন রামকৃষ্ণ বন্দনা, রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, বংশীবাদন, ভজন, যন্ত্র সংগীত, ধর্মসভা ইত্যাদি।
বেলা এগারোটা থেকে ভক্তদের জন্য ভোগ বিতরণ শুরু হবে। কয়েক হাজার ভক্তকে ভোগ বিতরণ করা হবে।
অন্যদিকে, হুগলির কামারপুকুরে ঠাকুরের জন্মস্থানেও শুরু হয়েছে জন্মতিথির উৎসব। ভোর ৪টে নাগাদ সানাই বাদন দিয়ে উৎসবের সূচনা করা হবে। এরপর মঙ্গলারতি, বেদপাঠ, স্তবগান হয়।
কামারপুকুরে বিকেলে বাউল সঙ্গীত, ধর্মসভা, সন্ধ্যারতি এবং যাত্রাভিনয়ও রয়েছে।
কামারপুকুরেরও বেলা সাড়ে ১০টা থেকে ভোগ বিতরণ করা হবে। সেখানেও ভিড় করেছন কয়েক হাজার ভক্ত।