Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: আজ থেকেই বৃৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2022,
  • Updated 8:34 AM IST
  • 1/12

কাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। সেই ধারা বজায় থাকলো বুধবারও।  মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলেছিল হাওয়া অফিস। বুধবার সেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। 
 

  • 2/12


আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে।
 

  • 3/12


আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে  আগামী ২৪ ঘণ্টায় উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়িতে হালকা বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

  • 4/12

আগামিকাল অর্থাৎ ৩ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ বাড়বে ৪ তারিখ। অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন। কয়েকটা জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।
 

  • 5/12

৫ তারিখ পর্যন্ত অর্থাৎ সরস্বতী পুজোর দিনও  উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী ২-৩ দিনে তিন থেকে চার ডিগ্রি বাড়বে। 
 

  • 6/12

দক্ষিণবঙ্গে অবশ্য আজ  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ৩  তারিখ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই চব্বিশ  পরগনা, মেদিনীপুর, হাওড়া ,হুগলি, কলকাতা ও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে আগামিকাল।

  • 7/12

৪ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে। তার মধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। 

  • 8/12

তবে সরস্বতী পুজোর দিন অর্থাৎ ৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী ৩ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। 
 

  • 9/12

আগামী দু'দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দুই বঙ্গেই। এদিন সকালে শহর কলকাতায় ছিল কলকাতার দাপট। ঘন কুয়াশার কারণে দমদম বিমানবন্দরে বিমান চলাচলে ভালরকম প্রভাব পড়ে। পিছিয়ে যায় বেশ কয়েকটি ফ্লাইট। 

  • 10/12

এদিকে শনিবারের আবহাওয়া সম্পর্কে বলতে গিয়ে হাওয়া অফিস বলেছে,  কলকাতায় সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হবে তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুর থেকে।
 

  • 11/12

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা।

  • 12/12

এদিকে শনিবারের পর বৃষ্টি কমলেও, কনকনে ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রা কিছুটা নামতে পারে। কিন্তু তা ১২ ডিগ্রিতে নামার আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement