Advertisement

পশ্চিমবঙ্গ

Santiniketan Sonajhuri Haat Khowai : সোনাঝুরির হাটে মহিলাদের জন্য় বিশেষ পরিষেবা, উদ্বোধনে মমতা

ভাস্কর মুখোপাধ্যায়
  • শান্তিনিকেতন,
  • 02 Feb 2022,
  • Updated 2:29 PM IST
  • 1/14

Santiniketan Sonajhuri Haat Khowai: শান্তিনিকেতন (Santiniketan)-এ আসা মহিলা পর্যটকদের জন্য সোনাঝুরি খোয়াই হাট (Sonajhuri Khowai Haat)-এ মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার (Mobile Women Facility Corner)। রাজ্য তো বটেই, পূর্ব ভারতে এই মডেল পরীক্ষামূলকভাবে প্রথম  শুরু হচ্ছে।

আরও পড়ুন: নোট লিখে পড়শি যুবককে নিয়ে পালালেন বউদি, ডানকুনিতে শোরগোল

  • 2/14

শান্তিনিকেতন (Santiniketan)-এ সারা বছর অজস্র পর্যটক আসেন। কিন্তু এই এলাকায় পর্যাপ্ত শৌচাগার না থাকার জন্য সব থেকে বেশি সমস্যায় পড়েন মহিলা পর্যটকরা। 

আরও পড়ুন: চটজলদি Personal Loan চাই? রইল সহজ টিপস

  • 3/14

সেই পর্যটকদের কথা ভেবে রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পে ও বেসরকারি সংস্থা 'ইলু' কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার চালু হচ্ছে। 

আরও পড়ুন: সিবিএসসি-র CBSE-র টেন-টুয়েলভ Term 1 পরীক্ষার রেজাল্ট বেরতে দেরি হতে পারে, সম্ভাব্য কবে?

  • 4/14

বাসের মত দেখতে এই যানে বিশেষ করে মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য থাকছে এই পরিষেবা। শৌচালয় ব্যবহারের পাশাপাশি এই যানে একটি স্তন্যপান কক্ষ রয়েছে। যেখানে পোশাক পরিবর্তনও করা যাবে এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও থাকবে। 

আরও পড়ুন: WhatsApp-এ কলকাতা পুলিশে অভিযোগ, কোন থানার কোন নম্বর দেখে নিন

  • 5/14

স্বনির্ভর গোষ্টির মহিলারা এই যান থেকে খাবার বিক্রিও করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) শান্তিনিকেতন (Santiniketan) সফরে এলে এই যানের উদ্বোধন করবেন। রাজ্য তো বটেই, পূর্ব ভারতে এই মডেল পরীক্ষামূলকভাবে প্রথম  শুরু হচ্ছে  

আরও পড়ুন: MBA করতে চান? রয়েছে একগুচ্ছ স্কলারশিপ, জেনে নিন আপনি কোনটা পেতে পারেন

  • 6/14

সারা বছর অগুন্তি পর্যটক আসেন বোলপুর-শান্তিনিকেতন (Bolpur-Santiniketan)-এ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) ঘুরে দেখার পাশাপাশি তাঁরা যান সোনাঝুরির খোয়াই হাট (Sonajhuri Khowai Haat)। পর্যটকদের সুবিধার্থে এবার এখানে ক্যারাভ্যান পরিষেবা চালু করতে চলেছে বীরভূম জেলা পরিষদ। 

আরও পড়ুন: মেলা আছে, ভিড় কম, অজয়ের পাড়ে কাঁদছে কেঁদুলি

  • 7/14

জেলা পরিষদের নির্মল বাংলা প্রকল্পের খাত থেকে এই বাসের জন্য ইতিমধ্যে ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ আধুনিকমানের এই বাসে থাকছে তিনটি শৌচাগার সহ সন্তানকে দুধ খাওয়ানোর ব্যবস্থা, পোষাক বদলানোর ঘর, খাওয়ার ঘর প্রভৃতি। 

 

  • 8/14

এই পরিষেবা পেতে মাথাপিছু ২০ টাকা ধার্য করার চিন্তাভাবনা চলছে প্রশাসনের তরফে।

  • 9/14

জানা গিয়েছে, চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) শান্তিনিকেতনের সোনাঝুরি হাট (Sonajhuri Khowai Haat)-এর জন্য 'মোবাইল ওমেন ফেসেলিটি কর্নার' নামক পরিষেবার সূচনা করবেন৷ 

 

  • 10/14

ইলু নামক ওই বেসরকারি সংস্থার পক্ষে দীপ্তেন্দু রায় বলেন,প্রকল্পটির জন্য পুরনো একটি লাক্সারি বাস ব্যবহার করা হয়েছে। ২০২১ সালের নভেম্বরে এই বাস বীরভুম জেলা পরিষদের পক্ষ থেকে ওই সংস্থাকে দেওয়া হয়। দু’মাসের মধ্যে কাজ শেষ হয়েছে। প্রায় ১৭লক্ষ টাকা খরচ হয়েছে। 

  • 11/14

এই গাড়ির ভিতর মহিলাদের জন্য তিনটি শৌচালয় থাকছে। সঙ্গে থাকছে স্নানের সুবিধা। একটি স্তন্যপান কক্ষ, পোশাক পরিবর্তন কক্ষ এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন। শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য রাখা হয়েছে আরেকটি শৌচাগার। পাশাপাশি চা-কফি সহ স্থানীয় মানুষের তৈরি স্ন্যাক্সও মিলবে এই যানে। 

 

  • 12/14

প্রশাসন ও বেসরকারি সংস্থার যৌথ সহযোগিতায় বোলপুর মহাসঙ্ঘের মহিলারা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। ব্যবহারিক প্রয়োগ দেখার জন্য এতে সেন্সর লাগানো হয়েছে। প্রকল্পটি সাফল্য পেলে আগামী দিনে অন্যান্য পর্যটন কেন্দ্রেও এই ভ্রাম্যমাণ বহুমুখী যান বসানো হবে।

  • 13/14

জেলাশাসক বিধান রায় বলেন, "পর্যটকদের স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ রোধ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে। ব্যবহারের জন্য এই যান সম্পূর্ণভাবে প্রস্তুত।"

  • 14/14

আশা করা হচ্ছে, এই পরিষেবা চালু হলে মহিলাদের অনেক সুবিধা হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement